আইইবির নির্বাচন আজ


প্রকাশিত: ১০:৫৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) এর ২০১৫-১৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ আজ। ঢাকাসহ সারাদেশে আইইবির কেন্দ্র ও উপকেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

আইইবির নির্বাহী কমিটির ১০টি পদসহ কেন্দ্রীয় কাউন্সিলের ১৪৬টি পদে ১৭ হাজার ৬৯৪ জন প্রকৌশলী ভোট দেবেন। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ও বিএনপিপন্থী অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এই দুই প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে প্রেসিডেন্ট ও সম্মানী সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে স্বতন্ত্রভাবে একাধিক প্রার্থী লড়ছেন।

আইইবির প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মু. খিজির খান বলেন, নির্বাচনের নিরাপত্তায় পাঁচজন কর্মকর্তাসহ ৫৫ জন পুলিশ চেয়ে চিঠি দিয়েছি। এছাড়া শৃঙ্খলা রক্ষায় একদল প্রকৌশলী স্বেচ্ছাসেবী হিসেবে থাকবেন। পাশাপাশি ৬০ জন স্কাউট থাকবেন।

নির্বাচনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ব্যানারে আইইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট পদে গণপূর্ত অধিদফতরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া ও সম্মানী সাধারণ সম্পাদক প্রার্থী জনতা ব্যাংকের পরিচালক মো. আবদুস সবুর প্রার্থী হয়েছেন।

অপরদিকে অ্যাবের ব্যানারে প্রেসিডেন্ট পদে মোহাম্মদ মোহসিন আলী ও সম্মানী সাধারণ সম্পাদক পদে একেএম শরীফুল ইসলাম শরিফ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই প্যানেলের বাইরে প্রেসিডেন্ট পদে আরে তিনজন প্রার্থী হয়েছেন। তারা হলেন মো. আবুল কাশেম, মোহাম্মদ আলী ও প্রফেসর ড. আমিনুল হক।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।