সৈয়দ নজরুল পরিবারের উত্তরাধিকার নবজাতকের মৃত্যু


প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫
নবজাতকের একটি ফাইল ছবি

মা-বাবার কোল খালি করে চলে গেলো তিন দিনের নবজাতক শিশুটি। তিনদিন বেঁচে থেকে অপার ভালোবাসার বন্ধনে মা ও বাবার জন্য শুধু রেখে গেলেন হারানোর বেদনা আর কিছু সুখ স্মৃতি। এই নবজাতক বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের উত্তরসূরি। সৈয়দ নজরুল ইসলামের ছেলে বিগ্রেডিয়ার জেনারেল (অব) সৈয়দ সাফায়েত ইসলামের ছেলে সৈয়দ রায়হান ইসলামের পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিন দিন আগেই পৃথিবীর মুখ দেখেছিল এই ফুটফুটে জীবনটি। ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে জন্ম হয় তার। এরপর থেকেই হার্টের সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালান শিশুটিকে বাচানোর। কিন্তু, শেষ পর্যন্ত মা-বাবা, পরিবার পরিজনকে চোখের জলে ভাসিয়ে চিরবিদায় নেয় ফুটফুটে শিশুটি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সামরিক হাসপাতালে মারা গেছে শিশুটি। বাবা রায়হান ব্যবসা করেন। আর দাদা ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা। দাদার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রী ও ক্ষমতাসীম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ভাজিতার ছেলের মৃত্যু খরব শুনে ভাইয়ের বারিধারার বাসায় ছুটে যান সৈয়দ আশরাফ। আসেন অন্য আত্মীয়-স্বজন।

তারা জানান, নবজাতকের এমন মৃত্যু সত্যিই তো বেদনার।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।