জুমার খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ানের আহ্বান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৯ পিএম, ২৫ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কার কলম্বোতে গির্জা ও হোটেলে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় শিশু জায়ান চৌধুরীসহ নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

তিনি শ্রীলঙ্কায় জঙ্গি হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর বাবা মশিউল হক প্রিন্সসহ আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনারও অনুরোধ জানান।

ধর্ম প্রতিমন্ত্রী শ্রীলঙ্কা ও নিউজল্যান্ডে ঘৃণ্য সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি শুক্রবার জুমার খুতবার পূর্ব বক্তব্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল ও ভয়াবহতা তুলে ধরে বিশেষ বয়ান রাখার জন্য খতিবদের প্রতি আহ্বান জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো ঘৃণ্য ষড়যন্ত্র সহ্য করা হবে না। কোনো প্রকারেই যেন জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

যেকোনো অশুভচক্রের বিরুদ্ধে সবাইকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।