স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিতে প্রধানমন্ত্রীর নামের বানান ভুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৫ এপ্রিল ২০১৯

জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল ও ক্লিনিকগুলোকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানান ভুল লেখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব আবদুল ওহাব খান স্বাক্ষরিত ওই চিঠিটি গত ১৫ এপ্রিল পাঠিয়েছিল মন্ত্রণালয়।

ওই চিঠিতে ভুল বানানে প্রধানমন্ত্রী লেখা আছে ‘প্রধান মন্ত্রী’ এবং শেখ হাসিনার নাম লেখা হয়েছে, ‘শেখা হাসিনা’।

শুক্রবার (২৬ এপ্রিল) কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এই ভুলের বিষয়টি তুলে ধরে বলেন, এ বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে কিনা কিংবা যারা এমন ভুল করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা?

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থাকলেও চিঠিটি জারি করা স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে এর জবাব চান ওই সাংবাদিক।

এ সময় সচিব আসাদুল ইসলামকে এর জবাব দেয়ার জন্য বলেন স্বাস্থ্যমন্ত্রী। সচিব বলেন, ‘আমরা এটা দেখব। দেখে ভবিষ্যতে যাতে এরকম ভুল না হয় সেই বিষয়ে সতর্ক করে দেব।’

আরএমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।