চালক-হেলপারদের নিয়ে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৫ এপ্রিল ২০১৯

রাজধানীতে যানবাহন চলাচলে শৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক বাদ দিয়ে পার্কিংয়ের ক্ষেত্রে বাস ডিপো ব্যবহারে চালক-হেলপার ও মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ট্রাফিক পূর্ব বিভাগের ওয়ারী জোনের উদ্যোগে দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড এলাকায় এ সচেতনতামূলক কর্মসূচির পালন করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, একই সাথে রাজধানী সুপার মার্কেট, টিকাটুলী এলাকায় ছাত্রছাত্রীদের জেব্রা ক্রসিং ব্যবহার, যত্রযত্র রাস্তা পারাপার না করা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

Dhaka-Police

ট্রাফিক পূর্ব বিভাগের মতিঝিল জোনের উদ্যোগে চানমারী বাট ইন্টারসেকশন, বিআরটিসি বাস ডিপো, কমলাপুর, আলহেলাল পুলিশ বক্স ইন্টার সেকশনে ‘ট্রাফিক পক্ষ ২০১৯’ উপলক্ষে এ প্রচারণা চালানো হয়।

অন্যদিকে ট্রাফিক পূর্ব বিভাগ ও ডিসি ওয়ারী (ক্রাইম) বিভাগের সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলেও জানান তিনি।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।