এবার প্রশ্নবিদ্ধ কৌশলের বোলিং
কলম্বোয় ২২ বছর পর ভারতের কাছে সিরিজ হারের পর আরও একটি দুসংবাদ পেল শ্রীলঙ্কা। প্রশ্নবিদ্ধ হয়েছে তরুণ স্পিনার থারিন্দু কৌশলের বোলিং অ্যাকশন। কৌশলের বোলিংয়ের বিপক্ষে আনুষ্ঠানিক অভিযোগ এনেছেন দুই আম্পায়ার নাইজেল লং ও রড টাকার।
২২ বছর বয়সী থারিন্দু কৌশলকে আগামী নিয়ম অনুযায়ী আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে দুই সপ্তাহের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত বোলিং করে যেতে পারবেন তিনি।
২০১৪ সালে ডিসেম্বরে অভিষেকের পর এই পর্যন্ত ছয়টি টেস্ট খেলে উইকেট নিয়েছেন ২৪টি। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ১৩ উইকেট নেন কৌশল।
সর্বশেষ শ্রীলঙ্কার সচিত্রা সেনানায়ককে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ করা হয়েছিল ইংল্যান্ড সফরে। এরপর কৌশলের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করল আম্পায়াররা।
আরটি/এএইচ/আরআইপি