কমিউনিটি ক্লিনিক ২৪ ঘণ্টা খোলা রাখার চিন্তা করছি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৫ এপ্রিল ২০১৯

কমিউনিটি ক্লিনিক ২৪ ঘণ্টা খোলা রাখার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (২৬ এপ্রিল) কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিক এত ভালো কাজ করছে, যে কারণে দাবি উঠেছে ২৪ ঘণ্টা যেন খোলা রাখা হয়। এখন বেলা তিনটা পর্যন্ত খোলা থাকে। দাবিটাকে আমরা গুরুত্ব দিয়ে চিন্তা-ভাবনা করছি। সেবাটা যাতে সব সময় থাকে।’

জাহিদ মালেক বলেন, ‘কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা প্রসূত একটি প্রতিষ্ঠান। যা বাংলাদেশসহ সারাবিশ্বে সমাদৃত হয়েছে। ১৯৯৮ সালে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়ে আজ অবধি পরিচালিত হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। প্রতিটি ইউনিয়নে এখন কমপক্ষে তিনটি করে কমিউনিটি ক্লিনিক আছে। কমিউনিটি ক্লিনিকে একজন প্রশিক্ষিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজ করে এবং পরিবার কল্যাণ সহকারী ও স্বাস্থ্য সহকারী তিনদিন করে কাজ করে।’

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমাদের স্বাস্থ্য সেবার অনেক উন্নয়ন হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘বর্তমানে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে রয়েছে। স্থানীয় একটি গ্রুপ ব্যবস্থাপনায় সহযোগিতা করে থাকে।’

তিনি বলেন, ‘প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ জন ব্যক্তি কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নিয়ে থাকেন। এতে সারাদেশে প্রায় ৭ লাখ মানুষ প্রতিদিন সেবা নিয়ে থাকে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন‘কমিউনিটি ক্লিনিকের নতুন ডিজাইন করা হয়েছে। সেই ডিজাইন অনুযায়ী এখন চারটি রুম, দুটি টয়লেট। রোগীদের জন্য একটি ওয়েটিং রুমও রয়েছে। কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের অধীনে চলে গেছে। এতে আরও ভালো হবে, আর বড় হবে।’

সোহরাওয়ার্দী হাসপাতালের অগ্নিকাণ্ড এবং ভিটামিন-এ ক্যাপসুলের তদন্ত প্রতিবেদনের অগ্রগতির বিষয়ে একজন সাংবাদিক জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দুটোই গুরুত্বপূর্ণ বিষয়। আমি জেনে এ বিষয়ে পরে জানাতে পারব।’

এ সময় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

আরএমএম/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।