কলকাতার সুভাষ চন্দ্র বিমানবন্দরের রাডার বিকল


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১৮ অক্টোবর ২০১৪

ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের সবকটি এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার বিকল হয়ে গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এর ফলে সকাল থেকে বিমান চালকদের সঙ্গে বিমানবন্দরের স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।

বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে বিমান ওঠানামা করানো হচ্ছে আন্তর্জাতিক এই বিমানবন্দরটিতে। শুক্রবার রাত থেকেই একে একে রাডারগুলি খারাপ হতে থাকে।

জানা গেছে, সমস্যা সমাধানে ভারতের বিমান বাহিনীকে সাহায্য করার জন্য ডাকা হতে পারে। চেষ্টা চলছে যুদ্ধকালীন তৎপরতায় সমস্যা সমাধানের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।