ওভারব্রিজ ব্যবহার না করায় ৮৯ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২৫ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জেব্রা ক্রসিং ও ওভারব্রিজ থাকলেও সেগুলো ব্যবহার না করে রাস্তা পার হওয়ায় ৮৯ জন পথচারীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে জরিমানা করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, যাত্রাবাড়ীর কয়েকটি সড়কে জেব্রা ক্রসিং ও ওভারব্রিজ থাকা সত্ত্বেও অনেকে ঝুঁকি নিয়ে রাস্তায় হাত দেখিয়ে পার হন।

এক দিকে যেমন জীবনের ঝুঁকি অন্যদিকে যানচলাচলের গতি কমিয়ে দেন তারা। এ কারণে সর্বনিম্ন ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। ৮৯ জনের কাছ থেকে মোট ১৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বিআরটিএ যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

ঢাকাবাসীকে সচেতন করতে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলে জানায় ডিএমপি।

এআর/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।