অর্থনৈতিক সমৃদ্ধিতে জাপানের সহায়তা চাইলেন রওশন


প্রকাশিত: ০৩:০১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধি করে উদীয়মান শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র গড়তে জাপানের সহায়তা চাইলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বুধবার বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বিরোধীদলীয় নেতার সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ সহায়তা কামনা করেন।

এসময় বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীসহ এমপিদের মধ্যে ফখরুল ইমাম, মো. সেলিম উদ্দীন ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে তৈরি পোশাকের রফতানি বৃদ্ধি করার জন্য জাপানের রাষ্ট্রদূতের কাছে আহ্বান জানন তিনি।  

জবাবে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণ বন্ধুত্বপরায়ণ। আর এ বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে  জাপান একযোগে কাজ করতে চায়। বাংলাদেশ উন্নতির সম্ভবনাময় একটি  দেশ। এদেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তাতে অচিরেই উন্নত দেশে পরিণত হবে বলেও অভিমত ব্যক্ত করেন এই রাষ্ট্রদূত।

এইচএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।