ঝিনাইদহে বিষধর সাপের ছোবলে মাদ্রাসাছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০১:১৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের ছোবলে সুমন (১৫) নামের দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধুলিয়াপাড়া (মাঠপাড়া) গ্রামে। নিহত সুমন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টায় বাড়ির পাশে বিষধর সাপ সুমনকে ছোবল দেয়। সাপের কামড়ে আক্রান্ত সুমনকে শড়াবাড়ীয়ার ওলিয়ার হুজুর নামের এক ব্যক্তি কবিরাজি চিকিৎসা দেন। এরপর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়ার পথে রাত ১২টার দিকে সে মারা যায়।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।