৩০ জুনের মধ্যে সব ভোটারের হাতে জাতীয় পরিচয়পত্র

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

২০১২ সালের পর যেসব নাগরিক ভোটার হয়েছেন, অথচ এখনও স্মার্টকার্ড বা লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি- সেসব নাগরিকের হাতে এনআইডি দেয়ার কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সাংবিধানিক এ সংস্থাটি আগামী ৩০ জুনের মধ্যেই সব ভোটারকে এনআইডি বা স্মার্টকার্ড দিতে চায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ইসির এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। যেসব উপজেলা বা থানা নির্বাচন অফিসে স্মার্টকার্ড পাঠানো হয়েছে, সেগুলোও আগামী ৩০ জুনের মধ্যে নাগরিকদের হাতে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়।

সভা সূত্রে জানা যায়, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেসব পেন্ডিং আবেদন আছে, সেগুলো আগামী ৩০ মে’র মধ্যে নিষ্পত্তি করার সিদ্ধান্ত হয় সভায়। এ ছাড়া এনআইডি সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তি, মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়। অনুবিভাগ থেকে যেসব আবেদনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ও ডকুমেন্ট সংযোজনের নির্দেশনা রয়েছে তা ১৫ মে’র মধ্যে অবশ্যই সম্পন্ন করার নির্দেশনা দিতে হবে বলেও সিদ্ধান্ত হয় সভায়।

এইচএস/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।