মাহাথিরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ


প্রকাশিত: ১০:১১ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

মালয়েশিয়ার রুপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সম্পতি দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে সরকারের সমালোচনা করায় তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। খবর আল জাজিরা ও বিবিসি।

আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে গত সপ্তাহে সারাদেশে হাজার হাজার মানুষ রাজধানীতে বিক্ষোভে অংশ নেয়। এসময় মাহাথির মোহাম্মদ বিক্ষোভকারীদের দাবিকে সমর্থন জানান। এর কারণ জানতেই পুলিশ মাহথিরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

এদিকে, নাজিব রাজাক তার বিরুদ্ধে আনা দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করে আসছেন। একইসঙ্গে মাহাথিরের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার চালানোর অভিযোগ করছেন তিনি। ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। মালয়েশিয়ার রাজনীতিতে তার এখনও ব্যাপক প্রভাব রয়েছে।

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর বলেন, বারশি’র সমাবেশে মাহাথির সব ধরনের অভিযোগ করেছেন। আমরা এসব অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমরা আশা করি তিনি আমাদের সহযোগিতা করবেন।

এসআইএস/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।