শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২১ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। একই সঙ্গে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

রোববার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, এ হামলা অত্যন্ত নিন্দনীয় এবং মানবতার ওপর তীব্র আঘাত। এ পরিস্থিতিতে সবাইকে মানসিকভাবে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া শোকসন্তপ্ত পরিবার, শ্রীলঙ্কার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত আটটি স্থানে গির্জা ও হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮৯ জন নিহত ও চারশ’র বেশি মানুষ আহত হয়েছেন। খ্রিস্টান ধর্মালম্বীদের ইস্টার সানডে চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরএমএম/এনডিএস/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।