জিরা সুমন নিহতের ঘটনায় ৩টি মামলা


প্রকাশিত: ০৯:২৯ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫
জিরা সুমন নিহত হওয়ার পর বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আলী আশরাফ ভূঁইয়া।

কুমিল্লা ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত বেলাল হোসেন ওরফে জিরা সুমনের অপর সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বুধবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আলী আশরাফ ভূঁইয়া।

তিনি আরো জানান, ঘটনার সময় পুলিশ আত্মরক্ষার্থে ২২ রাউন্ড শর্টগানের গুলি করেছিল। এ সময় তিনিসহ ডিবির কনস্টেবল শ্যামল চক্রবর্তী, জাহাঙ্গীর আলম, আ. রহিম ও আ. রব আহত হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় পৃথক ৩টি মামলা দায়ের করেছে।  
 
এদিকে ঘটনাস্থল থেকে আটককৃত ৪ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। আটকরা হলেন, জেলার দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকার শাহজাহানের ছেলে জাকির হোসেন (৩০), একই উপজেলার বড় আলমপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে স্বপন (২২), আদর্শ সদর উপজেলার রগুপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সহিদুল ইসলাম এবং মুরাদনগর উপজেলার খোলঘর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জামাল (২৫)।

নিহত জিরা সুমনের বিরুদ্ধে পুলিশ আক্রান্ত, হত্যা, ডাকাতি, ছিনতাইসহ জেলার বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কামাল উদ্দিন/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।