ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রকল্পের কার্যক্রম আরও জোরদার করা হবে
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরিতে প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষাসহ অন্যান্য ধর্মের প্রাক-প্রাথমিক প্রকল্পসমূহ গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সকল ধর্মের শিশুদের মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে। কর্মশালায় শিক্ষকদের উপস্থাপিত সুপারিশসমূহের আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রকল্পের কার্যক্রমকে আরও জোরদার করা হবে।
শনিবার বিকেলে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বাস্তবায়িত প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের (২য় পর্যায়) শিশুর বিকাশে প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষার গুরুত্ব শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্ম নিরপেক্ষতার চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর উন্নয়ন অভিযাত্রায় সকল ধর্মীয় সম্পদায়ের অনুসারীদের এগিয়ে আসতে হবে।
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, মো. আশেক উল্লাহ রফিক, বাসন্তী চাকমা এমপি, প্রকল্প পরিচালক মো. সাখাওয়াত হোসাইন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া (পিন্টু) প্রমুখ বক্তব্য রাখেন।
এমইউ/আরএস