শাহজালালে উড়োজাহাজের টয়লেটে মিলল ১২০ স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২০ এপ্রিল ২০১৯
শাহজালালে উদ্ধারকৃত স্বর্ণের বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন ১৪ কেজি।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে শুল্ক গোয়েন্দার অভিযানে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। বিমানটি বিকেলে ব্যাংকক থেকে ঢাকায় আসে।

তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ব্যাংকক থেকে আগত বিএস-২১৪ ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। এর প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা দল ফ্লাইটটির দিকে নজর রাখে। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে তারা ওই বিমানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে বিমানের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণবারের আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।

উদ্ধারকৃত স্বর্ণবারের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ড. মো. শহিদুল ইসলাম।

এআর/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।