শবে বরাতে আতশবাজি-পটকাবাজি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২০ এপ্রিল ২০১৯

পবিত্র শবে বরাতে আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২০ এপ্রিল) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২১ এপ্রিল রোববার (১৪ শাবান ১৪৪০ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

ডিএমপির বার্তায় বলা হয়েছে, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং ধর্মীয় এই অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণে ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য ঢাকা মমহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া আগামী ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা হতে ২২ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

বার্তায় নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

জেইউ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।