সহিংসতা ও চরমপন্থা বিশ্বশান্তির পথে প্রধান অন্তরায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের সন্ত্রাস, সহিংসতা ও চরমপন্থার ব্যাপারে তার সরকারের `জিরো টলারেন্স` নীতির প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, এ ধরনের সমস্যা বিশ্বশান্তি ও প্রবৃদ্ধির পথে প্রধান অন্তরায়।
প্রধানমন্ত্রী শুক্রবার ইতালির মিলানে দশম আসেম শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে ভাষণে এ কথা বলেন। এশিয়া ও ইউরোপের মধ্যকার সংলাপ ও আসেম-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ শীর্ষক রিট্রিট সেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।
বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও সহিংসতা ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার সরকার সব ধরনের সন্ত্রাস ও সহিংসতার নিন্দা করে আসছে। কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো ব্যক্তি বা গ্রুপকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে না দেয়ার তার সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বৈশ্বিক প্রেক্ষাপটে সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি কৌশল প্রণয়ন করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
সম্প্রতি গাজায় ফিলিস্তিনীদের ওপর ইসরাইলি নৃশংসতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ গণহত্যার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কিছুতেই গ্রহণযোগ্য নয়।