মালয়েশিয়ায় গেছেন এনআইডির ডিজি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১ পিএম, ১৯ এপ্রিল ২০১৯

একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গেছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উইংয়ের মহাপরিচালক ও আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিয়া) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ১৭ এপ্রিল মো. মইন উদ্দিন খান সই করা এক নথি থেকে জানা যায়, ‘মালয়েশিয়া কনফারেন্স অব দ্য ওয়ার্ল্ড কনফারেন্সেস সিরিস-২০১৯’-এ যোগ দিতে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল সাইদুল ইসলামের। এ কনফারেন্সের মূল প্রতিপাদ্য দায়িত্বশীল নাগরিক, সমৃদ্ধ দেশ।

নথি থেকে আরও জানা যায়, এনআইডির ডিজি কনফারেন্সে যোগ দিতে ১৮ এপ্রিল ঢাকা ত্যাগ করেন এবং কনফারেন্স শেষে ২১ এপ্রিল ঢাকায় ঢাকায় ফিরবেন।

পিডি/এনডিএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।