রেডিমিক্স-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত হয়ে দুইজন পঙ্গুতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১৯ এপ্রিল ২০১৯

মিরপুরের আশুলিয়ায় রেডিমিক্স-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুইজন। আহতরা হলেন মো. ফারুক (২৯) ও মনির হোসেন (৩৫)।

বিকেল চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক মো. ফারুকের পা ভেঙে গেছে। আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে শাহ সিমেন্টের রেডিমিক্স (ঢাকা মেট্রো শ-১১-২২৯৫) গাড়ি আশুলিয়া যাওয়ার পথে এবং আশুলিয়া থেকে আজুয়া বেকারি লিমিটেডের (ঢাকা মেট্রো শ-১৩-০৩৩৯) কাভার্ডভ্যান গাড়ি ঢাকা যাওয়ার পথে আশুলিয়া-মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

উত্তরা ও মিরপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে।

আরএম/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।