হাতিরঝিল থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৯ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

 

রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠায় হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের খবরে রামপুরা ব্রিজ সংলগ্ন হাতিরঝিলের প্রথম ব্রিজের নিচে লেক থেকে অজ্ঞাত ওই মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার এসআই খাইরুল ইসলাম মরদেহের সুরতহাল শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

সুরতহাল প্রতিবেদনের বরাতে এসআই শরিফ বলেন, ওই যুবকের শরীরে কোনো পরিধেয় বস্ত্র বলতে কিছু ছিল না। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন, ওই ব্যক্তি ভবঘুরে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

জেইউ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।