খাদ্যে বিষক্রিয়ায় ৭ ম্যাজিস্ট্রেট ঢামেক হাসপাতালে


প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়ে সাত ম্যাজিস্ট্রেটসহ ১২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। তারা রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসনিক একাডেমি ভবনে দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।

ঢামেকে ভর্তি হওয়া ম্যাজিস্ট্রেটরা হলেন- রুমানা (৩২), রুমা (৩০), মওদুদ আহমেদ (৩২), আল-আমীন (৩০), অরবিন্দ (৩০), গিয়াসউদ্দিন (৩২), কবির হোসেন (৩৪)।

এছাড়া জাকির হোসেন (৪০), ইয়াকুব আলী (৫৫), আব্দুল আউয়াল (৪৫), আলমগীর হোসেন (২৬), মন্টু মিয়া (৫৪) নামে আরো চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক সূত্র জানায়, খাদ্য বিষক্রিয়ায় কারো পেটে ব্যথা, কারো বমি হয়েছে। তারা সবাই মেডিসিন বিভগে চিকিৎসাধীন রয়েছেন। তবে কি ধরনের খাবার খাওয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।