স্পিকারদের ৪র্থ বিশ্ব সম্মেলন শুরু


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

বিশ্বের ১৪০টি দেশের পার্লামেন্টের স্পিকার ও ডেপুটি স্পিকারদের অংশগ্রহণে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে শুরু হয়েছে স্পিকারদের ৪র্থ বিশ্ব সম্মেলন। স্থানীয় সময় সোমবার সকাল ৯টায় শুরু হওয়া এ সম্মেলনে সভাপতিত্ব করেন আইপিইউয়ের প্রেসিডেন্ট বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং সাধারণ পরিষদের সভাপতি এইচ ই সান কুতেস বক্তব্য রাখেন।

আইপিইউ প্রেসিডেন্ট তার বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সংসদ ও সংসদ সদস্যদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, ২০১৫ সাল আইপিউয়ের জন্য গুরুত্বপূর্ণ। একই বছর জাতিসংঘের তিনটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫-২৭ সেপ্টেম্বর এ লক্ষ্যে একত্রিত হবেন বিশ্বের সরকার প্রধানরা। প্যারিসে অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু সম্মেলন।

তিনি বলেন, একই বছর জাতিসংঘের তিনটি সম্মেলন ও চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সংসদ ও সংসদ সদস্যদের সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে সুশাসনের বিষয়টি টেকসই উন্নয়নের আনুষ্ঠানিক লক্ষ্যমাত্রা হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এবং সংসদ সদস্যদের দায়িত্বও বেড়ে গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যের ভূমিকা পালনের মধ্যদিয়ে আইপিইউ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে সুশাসন প্রতিষ্ঠায় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূুিমকা পালন করবে বলে আশা প্রকাশ করেন সাবের হোসেন চৌধুরী।

পরে তিনি ভিয়েতনাম, ইরান, হাঙ্গেরি ও লিথুয়ানিয়ার স্পিকারদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সম্মেলনে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে চার সদস্যদের একটি সংসদীয় প্রতিনিধিদল অংশ নেয়। দলের অন্যান্যরা হলেন, সংসদ সদস্য মনিরুল ইসলাম, ডেপুটি স্পিকাররের একান্ত সচিব মো. আবু-আল হেলাল, শিক্ষা ও গবেষণা অফিসার নাঈমুল আজম খান।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।