সড়ক দুর্ঘটনা রোধে আজ থেকে ‘ট্রাফিক পক্ষ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০০ এএম, ১৬ এপ্রিল ২০১৯

জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং সড়ক ও মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ফের দেশব্যাপী পালিত হচ্ছে ‘ট্রাফিক পক্ষ’।

আজ (মঙ্গলবার) থেকে সারাদেশে একসঙ্গে ‘ট্রাফিক পক্ষ’ শুরু হয়ে চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

সোমবার (১৫ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (ট্রাফিক ম্যানেজম্যান্ট) একেএম মোশারফ হোসেন মিয়াজী স্বাক্ষরিত এক পত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এর আগে, সড়কে শৃঙ্খলা রক্ষায় গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পঞ্চমবারের মতো ট্রাফিক সপ্তাহ পালন করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ট্রাফিক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও মেয়াদ যাচাই-বাছাই করা হয়।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।