শাহজালালে যাত্রীর পাকস্থলিতে মিলল ১৮শ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৫ এপ্রিল ২০১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ৮শ’ পিস ইয়াবাসহ মো. জুবায়ের (৩৬) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

সোমবার বিকেল ৫টায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, জুবায়ের বিকেল ৩টায় কক্সবাজার থেকে নভোএয়ারের ভিকিউ-৯৩৮ ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন। এরপর বিকেল পৌনে ৪টায় শাহজালাল বিমানবন্দর থেকে সন্দেহজনকভাবে তাকে আটক করে এপিবিএন। পরে তার পাকস্থলি এক্স-রে করে পেট থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।

জুবায়ের কক্সবাজারের টেকনাফের দক্ষিণ ঝালিয়া পাড়ার মো. রফিক ওরফে পুতুইন্যার ছেলে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানান তিনি।

এআর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।