রাজধানীতে নকল তার তৈরির ফ্যাক্টরিতে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৫ এপ্রিল ২০১৯

রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে নকল বৈদ্যুতিক তার তৈরির ফ্যাক্টরিতে অভিযান চালাচ্ছে র‌্যাব। সোমবার বিকেল ৫টা থেকে এ অভিযান চলছে। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জাগো নিউজকে বলেন, এর আগেও বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে। নিম্নমানের এসব নকল তার কিনে ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। এছাড়াও এসব নকল তারের ব্যবহারের জন্যই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শট সার্কিট থেকে আগুন লাগে।

শুক্রবার (১২ এপ্রিল) একই জায়গায় অভিযানে ৫টি কারখানা ও ৪টি গোডাউনে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেককে ২ বছরের কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজকের অভিযানের বিষয়ে অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলে সাওয়ার আলম জানান।

এআর/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।