চলতি বছরেই স্মার্টকার্ড পাবেন নাগরিকরা : আইনমন্ত্রী


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

চলতি বছরেই স্মার্টকার্ড (অত্যাধুনিক জাতীয় পরিচয়পত্র) প্রস্তুত করে জনগণের মাঝে বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। স্মার্টকার্ডের সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বেগম ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

একই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ১৮ বছরের নিচে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য শিগগিরই ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যানচিং অ্যাকসেস টু সার্ভিসেস-২ (আইডিয়া টু) নামে একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। প্রকল্পটি গ্রহণ করা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এইচএস/এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।