অস্ট্রিয়া ও জার্মানিতে শরণার্থীদের প্রবেশে বাধা
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের প্রধান রেলস্টেশনটি বন্ধ করে দিয়েছে দেশটির পুলিশ। শত শত শরণার্থীকে অস্ট্রিয়া ও জার্মানিতে প্রবেশে বাধা দিতে মঙ্গলবার এটি বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর কয়েক শ` শরণার্থীকে স্টেশনের বাইরে বিক্ষোভ করতে দেখা গেছে। খবর আল জাজিরার।
হাঙ্গেরির কর্মকর্তারা জানান, অন্য দেশে প্রবেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়মের প্রয়োগ করছেন তারা।
এর আগে মঙ্গলবার সকালের দিকে শরণার্থীদের বহনকারী অন্তত চারটি ট্রেন ভিয়েনা ও মিউনিখে পৌঁছায়। এসব শরণার্থীদের অধিকাংশই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবং ইরাক থেকে পালিয়ে এসেছে।
মঙ্গলবার প্রায় এক হাজার শরণার্থীকে বুদাপেস্টের কেলেতি স্টেশন থেকে বের করে দেয়া হয়েছে। এসময় শরণার্থীদেরকে জার্মানি, জার্মানি বলে শ্লোগান দিতে দেখা যায়। শরণার্থীদের প্রবেশ ঠেকাতে স্টেশনটিতে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এসব শরণার্থীকে ইউরোপের বিভিন্ন দেশে জায়গা দেয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার হাঙ্গেরি থেকে তিন হাজার ৬৫০জন শরণার্থী ভিয়েনায় এসে পৌঁছেছে বলে অস্ট্রিয়ার পুলিশ জানিয়েছে। এদের অধিকাংশই জার্মানিতে আশ্রয় পেতে চায়।
এসআইএস/আরআইপি