বর্ষবরণ উৎসবে শামিল বিদেশিরাও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৪ এপ্রিল ২০১৯

আজ (রোববার) পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব শুভ নববর্ষ। এই উৎসবে শামিল হয়েছেন বিদেশিরাও। রাজধানীতে এ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অনেক বিদেশি নাগরিকও অংশ নিয়েছেন। শাহবাগ, টিএসসি, চারুকলা, রমনা পার্কসহ আশপাশের এলাকায় তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

forener1

বিদেশিরা নববর্ষ উৎসবে উদ্বেল মানুষের ছবি তুলছেন, পাঞ্জাবি-শাড়িতে নিজেরাও সেজেছেন বৈশাখী সাজে। অনেকেই রঙ তুলি দিয়ে শরীরে আঁকিয়ে নিচ্ছেন একতারা, ঢোল; লেখাচ্ছেন নববর্ষ। আর তাদের সঙ্গে ছবি, সেলফি তোলায় মেতে উঠছেন বর্ষবরণ উৎসবে আগতরা।

forener1

কলকাতা থেকে বর্ষবরণ উৎসবে যোগ দিতে ঢাকা এসেছেন প্রিয়তি সেন। তিনি বলেন, ভালবাসা দিয়ে মানুষের কাছে যাওয়ার অনুভূতিই অন্যরকম। বাংলা নববর্ষ উদযাপন আমারও প্রাণের উৎসব।

forener1

চারুকলার বিপরীত পাশে রঙতুলি দিয়ে শরীরে একতারা আঁকাচ্ছিলেন চীনের পাঁচ নাগরিক। বয়সে সবাই তরুণ। তাদের একজন চেন চাও বলেন, আমরা সবাই এখানে লেখাপড়া করছি। গত ২ বছরে আমি পাঁচটি উৎসব পেয়েছি। মনে হচ্ছে এরমধ্যে নববর্ষই সবচেয়ে বর্ণিল। খুব উপভোগ করছি।

আরএমএম/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।