নতুন বছরে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান মেয়রের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৯ এএম, ১৪ এপ্রিল ২০১৯

বাংলা নতুন বছরে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শনিবার দিবাগত রাত ১২টার দিকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তার ফেসবুকে পেজে এ আহ্বান জানান তিনি।

ফেসবুকে আতিক লিখেন, শুভ নববর্ষ! নতুন বছর শুরু হোক নতুন একটা পৃথিবী গড়ার প্রতিজ্ঞা নিয়ে। আসুন প্রাণের উৎসবে মাতি সবাই মিলে, ময়লা-আবর্জনা সব নির্দিষ্ট স্থানে ফেলে। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি আর অনাবিল আনন্দ।

সঙ্গে একটি ভিডিও পোস্ট করে তাতে লিখেন, ‘ বৎসরের সব আবর্জনা দূর হয়ে যাক/প্রাণের উৎসবে বাংলা মেতে থাক।’

এইচএস/জেডএ

 

 

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।