এগিয়ে যেতে হবে নতুন প্রত্যয়ে : স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪ এএম, ১৪ এপ্রিল ২০১৯

নতুন বছরে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলায় পরিণত করার প্রত্যয় গ্রহণের আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, এ দেশকে অসম্প্রদায়িক বাংলায় পরিণত করতে হবে। অতীতের সব গ্লানি মুছে ফেলে অর্জনগুলোকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে নতুন প্রত্যয়ে।

বঙ্গাব্দ ১৪২৬ কে স্বাগত জানাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউতে ‘বার্জার রঙে রঙিন বৈশাখ’ শীর্ষক উৎসব উদ্বোধনকালে শনিবার দিবাগত রাতে তিনি এসব কথা বলেন।

এ সময় স্পিকার দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

বার্জার পেইন্ট বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এশিয়াটিক ইএক্সপি আয়োজিত ওই অনুষ্ঠানে ‌প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘আলপনা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। আলপনার মাধ্যমে আমরা প্রাণের রং আঁকি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আসাদুজ্জামান নূর এমপি, বার্জার পেইন্টস’র ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী, এশিয়াটিক এক্সপির ইরেশ যাকের,বার্জারের সেলস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা মহসীন হাবীব চৌধুরী।

আয়োজনের সমন্বয়ক শিল্পী মনিরুজ্জামানের নেতৃত্বে প্রায় ৪০০ শিল্পী আলপনা আঁকায় অংশ নেন। যাতে লাল রঙের ছোঁয়া দিয়ে উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলপনা অঙ্কনের পাশাপাশি মঞ্চে ছিল গান, নৃত্য ও নাটকের আয়োজন। এ ছাড়াও ছিল আলোকচিত্র প্রতিযোগিতা।

এইচএস/জেডএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।