ম্যানইউতে যোগ দিলেন স্ট্রাইকার মার্শাল


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি করেছেন মোনাকো ফরোয়ার্ড এ্যান্থনী মার্শাল। এজন্য গতকাল তাকে ফ্রেঞ্চ ক্লাবটির অনুশীলন থেকে ছুটি দেয়া হয়েছে বলে ফ্রেঞ্চ ফেডারেশন (এফএফএফ) বিষয়টি নিশ্চিত করেছে।

ফ্রান্স ফুটবল ফেডারেশনের এক বিবৃবিতে বলা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি স্বাক্ষরের জন্য মার্শাল জাতীয় দলের কোচ দিদিয়ের দেশামের কাছে অনমুতি চাইলে তাকে সেটা দেয়া হয়। যদিও এই ধরনের পরিস্থিতি সাধারণত হয়না বলেই এফএফএফ জানিয়েছে।

এদিকে বৃটিশ গণমাধ্যমের একাধিক সূত্র নিশ্চিত করেছে ১৯ বছর বয়সী এই স্ট্রাইকারের জন্য ইউনাইটেড ৩৬ মিলিয়ন পাউন্ড (৫৫.৪৯ মিলিয়ন মার্কিন ডলার) প্রস্তাব দিয়েছে। গত মৌসুমে লীগ ওয়ানের দলটির হয়ে ৩৫ ম্যাচে নয় গোল করেছেন মার্শাল।

উল্লেখ্য, চলতি সপ্তাহে পর্তুগালের ও সার্বিয়ার বিপক্ষে ফ্রান্সের প্রীতি ম্যাচ দুটিতে দেশাম নবাগত মার্শালকে দলে ডেকেছেন।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।