বাইতুল মোকাররমে পিয়াস করিমের মরদেহ


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৭ অক্টোবর ২০১৪

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম’র মরদেহ জানাজার জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আনা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডির বাইতুল আমার জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর জানাজা শেষে বনানী কবর স্থানে তাকে দাফন করা হবে।

এর আগে নগরীর স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে মরদেহ বাসায় নিয়ে আসা হয়। সেখানে মরদেহ আত্মীয়-স্বজনের জন্য কিছু সময় রাখা হয়।
 
১৩ অক্টোবর রোববার দিনগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হন পিয়াস করিম। ভোর চারটার দিকে তাকে স্কয়ার হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।