গান গাইতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে চিরকুট


প্রকাশিত: ১১:৪৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

সময়ের সেরা জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট। কনসার্টে অংশ নিতে দলটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছে। এবারে প্রায় ২০ দিনের সফর হবে বলে জানালেন দলটির প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি।

তিনি বললেন, বেশ কিছু কনসার্টে গান গাইতে বৃহস্পতিবার দেশ ছাড়বে তার দল। এ সময় চিরকুট গাইবে যুক্তরাষ্ট্রের চারটি শহরে। জানা গেছে, এ কনসার্টগুলো হবে নিউইয়র্ক, বোস্টন, আটলান্টা ও হিউস্টনে।

জানা গেল, সফর শুরু হবে ৪ সেপ্টেম্বর, নিউইয়র্ক থেকে। ৪ থেকে ৬ সেপ্টেম্বর- এ তিনদিন সেখানকার ইয়র্ক কলেজ সিটি ইউনিভার্সিটির পারফর্মিং আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের সম্মেলন এটি। ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবে চিরকুট।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।