ইন্নাস আলী পুরস্কার পেলেন ড. রতন চন্দ্র ঘোষ


প্রকাশিত: ১১:১০ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় রওশন ইন্নাস আলী কল্যাণ ট্রাস্ট ফান্ডের শ্রেষ্ঠ গবেষণা পুরস্কার পেলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এম এ মুহতাশাম হোসেইন, তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আরশাদ মোমেন, রওশন ইন্নাস আলী কল্যাণ ট্রাস্ট ফান্ডের দাতা ড. হুসনে আরা আলী, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক জাহিদ হাসান মাহমুদ এবং সৈয়দ নাজমুল হুদা।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত জাতীয় অধ্যাপক ড. ইন্নাস আলী’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন একজন উদার, মানবিক ও নিবেদিত প্রাণ আদর্শ শিক্ষক ও বিজ্ঞানী। আমাদের স্বার্থে, নতুন প্রজন্মের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার স্বার্থে অধ্যাপক ড. ইন্নাস আলী’র মত অন্যান্য গুণীজনের জীবন ও কর্ম থেকে আমাদের সকলকে বিশেষ করে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তীকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ বিধ্বংস্ত দেশ পুণর্গঠন ও অবকাঠামো নির্মাণ এবং বিজ্ঞান শিক্ষা প্রসার ও গবেষণায় অধ্যাপক ড. ইন্নাস আলী যে বলিষ্ঠ ভূমিকা ও অবদান রেখে গেছেন, তা আমাদের সকলকে সর্বদা উজ্জীবিত ও অনুপ্রাণিত করছে।

উপাচার্য অসাধারণ গবেষণা কর্মের জন্য রওশন ইন্নাস আলী কল্যাণ ট্রাস্ট ফান্ডের শ্রেষ্ঠ গবেষণা পুরস্কার পাওয়ায় ড. রতন চন্দ্র ঘোষকে আন্তরিক ধন্যবাদ জানান।

এমএইচ/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।