অর্থ আত্মসাতের মামলায় টেকনো ডিজাইনের এমডিসহ দু’জন গ্রেফতার
বেসিক ব্যাংকের ৭৫ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামাল হোসাইন সেলিম ও প্রতিষ্ঠানটির গুলশান শাখার সাবেক কর্মকর্তা হেমায়েত উদ্দিন তালুকদারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার তাদের রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় ২০১৬ সালে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের সিনিয়র ম্যানেজার (লজিস্টিক) মশিহুর রহমান সরকার মহানগর দায়রা জজ আদালতে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬২ (এ) ও (বি), ১১৪ এবং ১০৯ ধারায় একটি ফৌজদারি (বিশেষ) মামলা করেন। মামলা নম্বর ১৬৯/২০১৬।
দুদকের উপ-পরিচালক মো. ইব্রাহিম মামলাটি তদন্ত করছেন। তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করা হয়।
মামলায় গ্রেফতার দুজনসহ আটজনকে আসামি করা হয়।
এমইউ/এসআর/পিআর