বরিশালে রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসক আটক


প্রকাশিত: ১০:১৬ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

বরিশালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসক ডা. হারুন অর রশীদকে আটক করেছে র‌্যাব-৮। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পুলিশ লাইন্সের সামনের সড়কের নিজ বাস ভবনের চেম্বার থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, ডা. হারুন অর রশীদ ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাক, কান ও গলা বিভাগে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে গত ৬/৭ বছর ধরে তিনি নগরীতে নিজ বাসভবনে চেম্বার বানিয়ে রোগী দেখা ও অপারেশন করে আসছেন।

আগস্ট মাসে তিনি অপারেশন করলে দু্ই নারীর মৃত্যু হয়। তার বিরুদ্ধে প্রতি বছরই ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছিল।

তিনি আরো জানান, এরপর থেকে ডা. হারুন তার বাসায় কোন ধরণের রোগী দেখা ও চিকিৎসা দিবেন না ও অপারেশন করতে পারবেন না বলে অঙ্গীকার করলে সতর্ক করে তাকে চলে যেতে বলা হয়।

সাইফ আমীন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।