ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ০৯:২১ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাসের রাইজার জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ছয় জনকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানাও করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জাগো নিউজকে বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই শহরের শিমরাইলকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আটটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাসের আটটি রাইজার জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলামকে ১ হাজার, আনোয়ারা বেগমকে ১ হাজার, হাবিবুর রহমানকে ৫শ, মো. আবদুল্লাহকে ২ হাজার, পলি বেগমকে ৩ হাজার এবং হোছনা বেগমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার প্রতিরোধে গ্রাহকদের আরো সচেতন হওয়া পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, ভ্রাম্যামাণ আদালতের অবৈধ গ্যাস সংযোগ বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।