ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে হবে ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৯ এপ্রিল ২০১৯

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে (প্রগতি সরণি সড়ক) দ্রুততম সময়ে একটি ফুটওভারব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

উদ্বোধনকালে মেয়র বলেন, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু শিখছি। শিক্ষার্থীরা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোনটা সঠিক, কোনটা সঠিক নয়। নিরাপদ সড়ক, নিরাপদ শহর বিনির্মাণে শিক্ষার্থীরাই পারবে জনসচেতনতা তৈরি করতে। আমি মনে করি, আজকের এই কর্মসূচি দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে এবং যার যার এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখবে।

atikul

তিনি আরও বলেন, আমরা সবাই যদি বিশ্বাস করি ‘আমিই বাংলাদেশ’ তাহলে সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করব। ডিএনসিসির বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এগিয়ে এলে আমাদের হাত আরও শক্তিশালী হবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান, ট্রাস্টি বোর্ডের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ফরাস উদ্দিন প্রমুখ।

এএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।