সারাদেশে ক্যাম্প করে সপ্তাহব্যাপী ভূমি সেবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৯ এপ্রিল ২০১৯

ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা আনায়ন ও জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা’ শুরু করছে সরকার। বুধবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে ক্যাম্প করে সপ্তাহব্যাপী এ ভূমি সেবা দেয়া হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সপ্তাহব্যাপী ভূমি সেবার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’। সপ্তাহে প্রত্যেক জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিস, তথা ৮টি বিভাগ, ৬৪ জেলা এবং ৫০৭টি উপজেলা বা সার্কেল ভূমি অফিসে সেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয়ভাবে ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবন সংলগ্ন সেবা ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ক্যাম্পে যেসব সেবা দেয়া হবে সেগুলো তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে বা সহজে স্বল্প সময়ে, অনায়াসে ও নির্ধারিত ফি দিয়ে ভূমি সেবা পাওয়ার বিষয়ে অবহিতকরণ বা উদ্বুদ্ধকরণ করা হবে। দেশের যেকোনো উপজেলা ভূমি অফিসে ই-নামজারির আবেদন প্রক্রিয়া প্রদর্শন এবং লিখিত অনুসরণীয় বার্তা এবং ফর্ম দেয়া হবে।

তাৎক্ষণিক ই-নামজারি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর গ্রহণ, খাস জমি বন্দোবস্তের আবেদন গ্রহণ, বন্দোবস্তের কবুলিয়ত প্রদান, রিভিউ মোকদ্দমার আবেদন গ্রহণ, বিবিধ মোকদ্দমার আবেদন গ্রহণ ও সম্ভাব্য ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়া হবে সেবা ক্যাম্পে।

সেবা ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৬ লাখ বিভিন্ন পর্যায়ের স্কাউটকে ভূমি বিষয়ে প্রাথমিক জ্ঞান দেয়া হবে। সেবা ক্যাম্পে স্কাউটরা তাঁবু নির্মাণ করবেন এবং ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়সহ অন্যান্য সেবা প্রদানে প্রত্যক্ষভাবে স্কাউটরা অংশগ্রহণ করবেন।

সেবাগ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব অনলাইনে দেয়ার জন্য ক্যাম্পে একজন কর্মকর্তা থাকবেন। ‘ভূমি সেবা ও জনগণের প্রত্যাশা’ নামে বিদ্যালয় পর্যায়ে সর্বোচ্চ এক হাজার এবং কলেজ পর্যায়ে সর্বোচ্চ এক হাজার ৫০০ শব্দ বিশিষ্ট রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে।

যে সব ব্যাংক সার্টিফিকেট মামলা সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত তাদের কার্যক্রম প্রদর্শন করা হবে। জরিপ সংক্রান্ত কার্যক্রম, ভূমি অধিগ্রহণ ও গুচ্ছগ্রাম প্রকল্প কার্যক্রম সম্পর্কে সেবা ক্যাম্পে জনগণকে অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরএমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।