আইনের শাসন প্রতিষ্ঠায় সংসদের ভূমিকা অসামান্য : স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৩ এএম, ০৯ এপ্রিল ২০১৯

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, সংসদ-সদস্যরা জনগণের অধিকার সমুন্নত রাখতে সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনয়নে তথা শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংসদের ভূমিকা অসামান্য।

সোমবার কাতারের রাজধানী দোহায় শেরাটন কনভেনশন সেন্টারে ১৪০তম আইপিইউতে ‘পার্লামেন্ট এজ প্লাটফর্ম টু এনহ্যান্স এডুকেশন ফর পিস সিকিউরিটি অ্যান্ড রুল অব ল’ শীর্ষক জেনারেল ডিবেটে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

এ সময় ১৪০তম আইপিইউ অ্যাসেম্বলি প্রেসিডেন্ট, আইপিইউ প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের স্পিকার, প্রতিনিধি দলের প্রধান এবং সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

তিনি বলেন, শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় শিক্ষার বিস্তার জরুরি। শিক্ষা অন্যতম প্রধান মানবিক অধিকার- যা জনগণকে পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে সচেতন করে, জীবনধারণ করতে শিখায় এবং সর্বোপরি রাষ্ট্র ও বিশ্ব সম্পর্কে আলোকিত করে তোলে।

স্পিকার বলেন, আইপিইউর মতো বৃহৎ ফোরামে সারা বিশ্বের সংসদ সদস্যগণ সমবেত হয়েছেন- এ প্রতিফলন ঘটাতে যে, শিক্ষা বিস্তারের প্ল্যাটফর্ম হতে হবে সংসদ। শান্তির্পূণ পরিবেশ, স্থায়ী নিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করতে শিক্ষার অধিকার সম্প্রসারণের বিকল্প নেই।

এইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।