আইআইএফএসও’র নির্বাহী সদস্য হলেন বাংলাদেশি তরুণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:২১ পিএম, ০৮ এপ্রিল ২০১৯

জাতিসংঘের সদস্যভুক্ত যুব সংগঠন আন্তর্জাতিক ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অরগানাইজেশনের (আইআইএফএসও) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দক্ষিণ এশিয়ার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি তরুণ। তার নাম মোস্তফা ফয়সাল পারভেজ।

সম্প্রতি তুরস্কের ইস্তান্বুলে আইআইএফএসও’র সম্মেলনে তিনি এ পদে নির্বাচিত হন। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি তাদের নির্বাহী সদস্য হিসেবে দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশিকে পেল।

বগুড়ায় জন্ম নেয়া মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ‘আতাতুর্ক থেকে এরদোগান : বদলে যাওয়া তুরস্কের ১০০ বছর’ বইয়ের প্রণেতা। বর্তমানে তিনি আঙ্কারায় গাজী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।

জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।