শিগগিরই তিস্তা চুক্তি : পানিসম্পদ মন্ত্রী


প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৬ অক্টোবর ২০১৪

বহুল প্রত্যাশিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সরকার আশাবাদী বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে দু’দিনব্যাপী এক কর্মশালায় বক্তৃতাকালে ব্যারিস্টার মাহমুদ একথা বলেন।

তিনি বলেন, বহুল প্রত্যাশিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আশাবাদী। কারণ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এই ইস্যু সমাধানে অঙ্গীকারবদ্ধ ছিলেন। সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী চুক্তি করতে সম্মত হয়েছিলেন এবং সরকার বিষয়টি সমাধানের চেষ্টা করছে। বাংলাদেশের বিশ্বাস ভারত অঙ্গীকার পূরণ করবে।

আনিসুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণের জন্য নদীর অর্থ হলো অস্তিত্বের ব্যাপার। নদী রক্ষায় বাংলাদেশের জনগণকে সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।