সন্ত্রাস নির্মূল কমিটির আহ্বায়ককে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৬:২৮ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা সন্ত্রাস নির্মূল কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আ.লীগ নেতা ওমর ফারুককে গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুরে মোস্তফার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার চন্দ্রগঞ্জ থানা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেছুর রহমানের উপস্থিতিতে সন্ত্রাসী বাহিনী ও অস্ত্রবাজদের বিরুদ্ধে বক্তব্য রাখায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের পরিবার ও পুলিশ।

এদিকে এ হত্যার প্রতিবাদে এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে। এসময় তারা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক মোস্তফার দোকানে বসে কথা বলছিলেন।এসময় একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে মুখোশধারী কয়েক সন্ত্রাসী তাকে দোকান থেকে বের করে রাস্তার ওপর এনে বুকে কয়েক রাউন্ড গুলি করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে।

কাজল কায়েস/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।