ভিয়েতনামে ফ্লাইট চালাতে চান মেনন
ঢাকা থেকে ভিয়েতনামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে বাংলাদেশের ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কোয়ান থোরের সাথে বৈঠককালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
ভিয়েতনামের জনগণের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের কাহিনী স্মরণ করে বিমানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মানুষের চেতনার ঐতিহাসিক এক মিল রয়েছে। বন্ধুপ্রতিম এই দুটি দেশের মধ্যে বিরাজমান চমৎকার সম্পর্ক আগামী দিনগুলোতে আর সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের গৃহীত কর্মসূচি তুলে ধরে বলেন, বাংলাদেশ বিভিন্নখাতে বিশেষ করে পর্যটন খাতে লাভজনক বিনিয়োগের অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। ভিয়েতনাম বাংলাদেশের এ লাভজনক খাতে বিনিয়োগ এগিয়ে এসে এ সুযোগ কাজে লাগাতে পারে।
এ সময় জাতীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা উপস্থিত ছিলেন।