নাদাল-জকোভিচের সহজ জয়


প্রকাশিত: ০৬:১৯ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

ইউ এস ওপেনের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ এবং অষ্টম বাছাই স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন গতবারের রানার্সআপ কেই নিশিকোরি।

সোমবার ফ্ল্যাশিং মিডোয় পুরুষদের এককে স্প্যানিশ তারকা সাবেক নাম্বার ওয়ান রাফায়েল নাদাল ৩-১ সেটে হারিয়েছেন ক্রোয়েশিয়ার বর্না করিককে। প্রথম দুই সেটে নাদাল দুর্দান্তভাবে জয় পেলেও তৃতীয় সেটে হেরে যান এই স্প্যানিশ তারকা। তবে চতুর্থ সেট জিতে জয় নিশ্চিত করেন এই তারকা। শেষ পর্যন্ত ৬-৩, ৬-২, ৪-৬ ও ৬-৪ গেমে জয় পান এই সাবেক নাম্বার ওয়ান।

এর আগে শীর্ষ বাছাই নোভাক জকোভিচের কাছে বিদ্ধস্ত হয়েছেন ব্রাজিলিয়ান জোয়া সউজা। ১ ঘণ্টা ১১ মিনিট ব্যাপী এই লড়াইয়ে ৬-১, ৬-১ ও ৬-১ গেমের সহজ জয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন বিশ্বের নাম্বার ওয়ান তারকা।

তবে অপর দিকে হেরে গেছেন এশিয়ান তারকা কেই নিশিকোরি। ফ্রান্সের ৪১ নাম্বার বাছাই বেনোইত পাইরের কাছে ৬-৪, ৩-৬, ৪-৬, ৭-৬ (৮/৬) ও ৬-৪ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন এই জাপানী তারকা।

আরটি/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।