শহীদ মিনারে পিয়াসের মরদেহ নেওয়ার সিদ্ধান্ত বাতিল


প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৬ অক্টোবর ২০১৪

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার বিকেলে ড. পিয়াসের ভাই লোটাস করিম এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

আগামীকাল শুক্রবার মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধার নিবেদনের জন্য শহীদ মিনারে নেয়ার কথা ছিল। কিন্তু ছাত্রসংগ্রাম পরিষদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না দেয়া এবং বেশ কয়েকটি সংগঠন ও ব্যক্তির আপত্তির মুখে ড. পিয়াসের পরিবার শেষ পর্যন্ত সিদ্ধান্ত প্রত্যাহার করলো।

লোটাস করিম জানান, পিয়াস করিমের গুণগ্রাহীরা তার মরদেহে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে নেয়ার পরামর্শ দিয়েছিল। এর পর সেখানে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ নিয়ে এত আলোচনা হবে সেটা আমরা আগে বুঝতে পারিনি। যেহেতু শ্রদ্ধা জানানোর জন্যই সেখানে নেয়ার কথা ছিল সেহেতু এখন বিদ্যমান পরিস্থিতিতে প্রয়াতের অমর্যাদা বা আলোচনা-সমালোচনা যেন না হয় সে জন্যই পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শহীদ মিনারের পরিবর্তে শুক্রবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে মরদেহ রাখার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, ড. পিয়াস করিমের মরদেহ এখন স্কয়ার হাসপাতালের হিমঘরে রয়েছে। সেখান থেকে সরাসরি বাসায় আনা হবে। যারা শ্রদ্ধা জানাতে চায়, তারা এখানে এসেই জানাবেন। কারণ, এতদিন হিম ঘরে থাকার কারণে ডাক্তাররা ৫ ঘণ্টার বেশি বাইরে রাখতে বারণ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।