কারওয়ানবাজারে বাস দুর্ঘটনায় মা নিহত, মেয়ের অবস্থা গুরুতর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৯ এএম, ০৭ এপ্রিল ২০১৯

রাজধানীর কারওয়ানবাজারে মেট্রোরেলের নির্মাণ সামগ্রীর সঙ্গে বিকল্প পরিবহনের এক বাসের ধাক্কায় জরিনা বেগম (৬০) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় নিহত জরিনার মেয়ে বেবী আক্তার (৩০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদেরকে ঢামেকে নিয়ে যাওয়া পথচারী ফাহিম জানান, ফার্মগেটগামী বিকল্প পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন মেট্রোরেলের নির্মাণ সামগ্রী ওপর তুলে দেয়। এতে বাসের সামনে থাকা মা-মেয়ে আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, আহত বেবী জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢামেক সূত্রে জানা গেছে, নিহতের বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলার সরস্বতী গ্রামে। ঢাকায় তারা মিরপুর ১১ নম্বর সেকশনের পলাশ নগরে থাকেন। ফকিরাপুল আত্মীয় বাসা থেকে বাসযোগে মিরপুরের বাসায় ফিরছিলেন।

এআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।