কাবিন করা হলো না শাহিনের


প্রকাশিত: ০৫:০০ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

বিয়ের কাবিন করতে যাবার পথে বরগুনায় বাসের চাকায় পিষ্ট হয়ে শাহিন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পরে বরগুনা-নিশানবাড়িয়া রুটের গর্জনবুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।

নিহত শাহিনের খালু মো. আলাউদ্দিন জাগো নিউজকে জানান, শাহিনের খালাতো বোন শারমিনের সঙ্গে কিছু দিন আগে শাহিনের বিয়ে ঠিক হয়। সোমবার শারমিন ও শাহিনের বিয়ের কাবিন হওয়ার কথা ছিল। বিয়ের কাবিন করার জন্য শাহিন তার খালাতো ভগ্নিপতি সুমনকে সঙ্গে নিয়ে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে চড়ে নলটোনা ইউনিয়নের পরীরখাল বাজারের কাজী অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহিনকে বহনকারী মোটরসাইকেলটি গর্জনবুনিয়া নামক স্থানে পৌঁছলে, বরগুনা থেকে নিশানবাড়িয়াগামী মুন্না খাঁন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সুমন ও মোটরসাইকের চালক রুবেলকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম জাগো নিউজকে জানান, এ ঘটনায় বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শাহিনের মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।